আড্ডার অগ্নিকান্ডের পরেই সিটিসেন্টারে দমকল বিভাগ পরিদর্শনে ডি.জি
আমার কথা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
দুর্গাপুরে সিটিসেন্টারে শুক্রবার দমকল বিভাগের দপ্তরে পরিদর্শনে এলেন রাজ্য দমকল বাহিনীর ফায়ার ডিজি রণবীর কুমার। দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে তিনি সমস্ত বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দুর্গাপুরের দমকল বাহিনীর বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন তিনি এদিন।
প্রসঙ্গত বিশ্বকর্মা পুজোর রাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট এই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল দমকল বাহিনীকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টা এবং দুর্গাপুরের বাইরের অন্ডাল রানীগঞ্জ পানাগড় থেকে দমকলের ইঞ্জিন এনে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। মূলত দুর্গাপুরের দমকল বিভাগের স্বল্পপরিকাঠামোয় বিশালাকার এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছিল বলে অভিযোগ। যার ফলে সরকারি দপ্তরের আসবাবপত্র সহ বিভিন্ন নথিপত্র পুড়ে ছারখার হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যদি দুর্গাপুরের দমকল বিভাগে হাইড্রোলিক সিঁড়ি থাকতো তাহলে হয়ত আগুনে আরো কম সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসতো। এ বিষয়ে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ডিজি ফায়ার রনবীর কুমার জানান জলের অভাবের কারণেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছিল। হাইড্রোলিক সিঁড়ি না থাকার জন্য কোনো অসুবিধা হয়নি