বঞ্চনার শিকারের অভিযোগে দুর্গাপুর নগর নিগমের সামনে ধর্নায় আদিবাসী গাঁওতার সদস্যারা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ডিসেম্বরঃ
১৪ দফা দাবি নিয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হনপশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতার সদস্যরা। তাদের অভিযোগ, দুর্গাপুরের আদিবাসী মানুষজন বঞ্চনার শিকার হচ্ছেন। তাঁরা কোনো সুযোগ সুবিধা পান না। তৃনমূল ক্ষমতায় আসার পর বর্তমান সরকারকে বহুবার বলার তাদের সমস্যার সমাধান আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত্য তাঁরা কিছুই পাননি। তাই বাধ্য হয়ে শুক্রবার তাঁরা দুর্গাপুর নগর নিগমের সামনে ধর্ণায় বসেন।
এই সংগঠনের নেতা শ্যামল মূর্মূর অভিযোগ, বহুবার প্রশাসনকে বারংবার অনুরোধ করা হয়েছে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলোর সমাধান করতে। কিন্তু তাদের কথায় আজ পর্যন্ত্য কেউ কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা এই পদক্ষেপ নেন। তবে তাঁরা এদিন এও হুঁশিয়ারী দেন যে, আর কোন মিথ্যা প্রতিয়শ্রুতিতে তাঁরা ভুলছেন না। কাজের কাজ না হলে এবার তাঁরা বড় আন্দোলনের পথে পা বাড়াবেন।
তবে বিষয়টি জানার পর দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি তাদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে তাঁরা তাদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন।