বকেয়া বেতনের দাবিতে কোলিয়ারীতে নিরাপত্তারক্ষীদের ধর্ণা
আমার কথা, পশ্চিম বর্ধমান(বর্ধমান), ৪ নভেম্বরঃ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখানো বেসরকারি নিরাপত্তারক্ষীরা। শনিবার ইসিএলের ঝাঁঝরা প্রজেক্ট এরিয়া অফিসে বিক্ষোভ হয়।
ইসিএলের ঝাঁঝরা প্রজেক্ট এর অন্তর্গত বিভিন্ন কোলিয়ারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। গত তিন মাস তারা কোনো বেতন পায়নি বলে অভিযোগ। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি সুরাহা। বকেয়া বেতনের দাবিতে শনিবার ঝাঁঝরা প্রজেক্ট এর এরিয়া অফিস এর মূল গেটের বাইরে ধর্ণায় বসে নিরাপত্তারক্ষীদের একাংশ। বিক্ষোভকারীদের পক্ষে সৈয়দ আশিক হোসেন জানান তিন মাস বেতন না হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষীদের পরিবারগুলি। তাই আজ বাধ্য হয়ে ধর্ণায় বসেছেন বলে জানান তিনি। অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানান তিনি।