খনি অঞ্চলে গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত, ফের তৃণমূলে যোগদান

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭জুনঃ
খনি অঞ্চলে গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত। এবার তাতে যোগ দিলো বামেরা। অন্ডালে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় ৪০০ টি পরিবার যোগ দিল তৃণমূলে। বুধবার সকালে এই যোগদান পর্ব অনুষ্ঠানটি হয় খাস কাজোরায়। উপস্থিত ছিলেন তৃণমূল দলের জেলা পর্যবেক্ষক কর্নেলঃ দীপাংশু চৌধুরী, দলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া, জেলা পরিষদের কর্মধ্যক্ষ মিনতি হাজরা দুর্গাপুর পৌরসভার মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় সহ অন্যরা।
এদিন এলাকার সিপিআইএমের ১৫০ টি ও বি জে পি র ২৫০ টি পরিবার তৃণমূলে যোগ দেয় বলে দলের তরফে দাবি করা হয়। দলের তরফে এদের হাতে দলীয় পতাকা তুলে দেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে অন্য দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। সকলকে আমরা দলে স্বাগত জানাচ্ছি । দল শক্তিশালী হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা আসন টি তৃণমূল জিতবে বলে দাবি করেন তিনি।”