ইজরায়েলে আটকে দুর্গাপুরের মেয়ে, উৎকন্ঠায় পরিবার
আমার কথা, দুর্গাপুর, ১২ অক্টোবর:
পোস্ট ডক্টরেট করতে ইজরায়েলে গিয়েছে মেয়ে, যুদ্ধের কারনে সেখানে আটকে গেছে। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক প্রার্থনা তাদের।
দুর্গাপুর শিল্প শহরের বেঙ্গল অম্বুজার বাসিন্দা মনশ্রী চ্যাটার্জি রয়েছেন ইজরায়েলের তেল আভিব শহরে। পোস্ট ডক্টরেট (ক্যান্সার অন ন্যানো টেকনোলজি ) নিয়ে পড়াশুনো করেন সেখানকার একটি ইউনিভার্সিটিতে। পিএইচডি সম্পূর্ণ করে ২০২২ সালের ২-রা সেপ্টেম্বর মনশ্রী ইজরাইলে পাড়ি দেন। থাকেন সেখানকার ইউনিভার্সিটি ক্যাম্পাসে। দুর্গাপুর এর বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা সুশান্ত কুমার চ্যাটার্জী ও মা বাসন্তী দেবী। চলতি মাসের ৭ তারিখ ইজরায়েলে অতর্কিতে জঙ্গি হামলা চালায় “হামাস” গোষ্ঠী। শুরু হয় প্রতি আক্রমণ। যা বর্তমানে পুরোদস্তুর যুদ্ধের আকার নিয়েছে। যুদ্ধ চলায় অন্যান্য দেশের মতো ভারতেরও বহু নাগরিক বর্তমানে আটকে রয়েছে ইজরায়েলে। তাদের মধ্যে দুর্গাপুরের মনোভাও একজন। বৃহস্পতিবার নিজের বাড়িতে সুশান্ত বাবু সংবাদ মাধ্যমের একাংশকে জানান মেয়ের সাথে মোবাইলে নিয়মিত যোগাযোগ রয়েছে। সে ওখানে নিরাপদে আছে, চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে। তবে সংবাদ মাধ্যমে যুদ্ধের খবর দেখে নিশ্চিন্তে থাকা সম্ভব হচ্ছে না। ইজরাইলে আটকে পড়া সমস্ত ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী হোক দ্রুত। ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক নিরাপদে, এটাই প্রার্থনা করছি দিনরাত বলে জানান সুশান্ত বাবু ও তার সহধর্মিনী বাসন্তী দেবী।