ঝড়ে তছনছ হয়ে গেল দুর্গাপুরের হস্তশিল্প মেলা, জখম ৫
আমার কথা, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারী:
মিনিট কুড়ির ঝড় আর সেই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেল দুর্গাপুরের হস্তশিল্প মেলা। ঝড়ের দাপটে জখম হয়েছেন ৪-৫ জন। তাদের চিকিৎসা চলছে।
দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। এই মেলাতে বিভিন্ন জেলার শিল্পীরা তাদের হাতে তৈরী রকমারি সম্ভারের পসরা নিয়ে এসেছিলেন এই মেলায়। প্রতিদিন বেলা ১২ টা থেকে এই মেলা শুরু হচ্ছিল। বিকেল হতে না হতেই ক্রমশ মানুষের ভিড় বাড়তে শুরু করে। আজও তার ব্যাতিক্রম ছিল না। মেলা যখন জমে উঠেছে ঠিক তখনই বিকেল ৪.৩০ নাগাদ আচমকাই প্রথমে দমকা হাওয়া আর তারপরেই ঝড় ওঠে। দুর্গাপুরের বিভিন্ন জায়গার সাথে এই হস্তশিল্প মেলার উপরেও আছড়ে পড়ে ঝড়। সাথে তুমুল বৃষ্টি। সব মিলিয়ে কুড়ি মিনিটের প্রাকৃতিক দুর্যোগে মেলার সব কিছু ধূলিস্মাত করে দেয়। ভেঙে পড়ে অনেকগুলি স্টল। জখম হন চার থেকে পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা সহ পুলিশ প্রশাসন।
এই মেলাতেই স্টল দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা সঞ্চিতা চক্রবর্তী। তিনি জানান, প্রথমে বুঝতে পারিনি ঝড়ের দাপটটা। তবে কিছুটা সময় যেতেই বুঝতে পারি সব শেষ। জিনিসপত্রের তো প্রচুর ক্ষতি হয়ে গেছে। প্রাণে বেঁচে আছি এটাই বড় কথা। সঞ্চিতাদেবী আর্জি জানান, তাদের যা ক্ষতি হয়েছে তাতে যদি সরকার পাশে দাঁড়ায় তাহলে অনেকটাই উপকৃত হবেন তারা
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঝড়ে মেলার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি দেখবে।
এদিকে, সিটিসেন্টারের বিভিন্ন এলাকাতেও ঝড়ের তান্ডবে পড়েন লোকজন। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে ট্রাগিক সিগন্যালের পোল।