হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারকে ফেরালো দুর্গাপুর পুলিশ

আমার কথা, দুর্গাপুর, ৩০ মার্চঃ
মানসিক ভারসাম্যহীন এক যুবককে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ। পুলিশের এই মানবিকতায় কৃতজ্ঞ যুবকের পরিবার।
শনিবার তারকেশ্বরের বাসিন্দা সেখ নাজিম আলি (১৮)-কে রাতের দিকে বি-জোনের উইলিয়াম ক্যারিতে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরা পুলিশকে খবর দিলে বি-জোন ফাঁড়ির পুলিশ এসে নাজিমকে থানায় নিয়ে যায়। এরপর নানা সুত্র ধরে খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে তারকেশ্বর থানায় নিজামের বাবা মা মিসিং ডায়েরি করেছেন। এরপর পুলিশের থেকে তাঁরা জানতে পেরে দুর্গাপুরে আসেন। রবিবার বি-জোন ফাঁড়ির পুলিশ নিজামকে তাঁর বাবা মায়ের হাতে তুলে দেয়।