লাউদোহায় কোলিয়ারীতে বিদ্যুতপৃষ্ট হয়ে যুবকের মৃত্যুতে ইসিএলের গাফিলতির অভিযোগ

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৯ডিসেম্বরঃ
বিদ্যুতপৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুরে। মৃত যুবকের নাম বিধান ঘোষ(২২)। ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের বেগেজুরি গ্রামে।
মাধাইপুর কোলিয়ারীর সাইডিংয়ে প্রতিদিনের মত মঙ্গলবার সকালে গাড়ি তে কয়লা লোড হচ্ছিল। গাড়ি লোড করার সময় একটা গাড়ির খালাসি গাড়ির ছাদে উঠে দেখতে গেলে সামনেই থাকা রেলের হাই ভোল্টেজ কারেন্টে তাকে টেনে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় আরো দুজন গুরুতর জখম হয়,তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় বাসিন্দা পবন কুমার সিং বলেন এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষই দায়ী। কারণ সাইডিং এর উপর দিয়ে রেলের হাই ভোল্টেজ তার নিয়ে যাবার কিছু কারণ তারা দেখতে পাচ্ছেন না। কেননা এই এলাকায় কোনো রেলের যোগাযোগ বর্তমানে নেই। নেই রেলের ট্র্যাকও। তাও কেন ইসিএল কর্তৃপক্ষ রেলের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেনি এতদিন। যদি রেলের তার না থাকত তাহলে এই দূঘটনা ঘটত না। স্থানীয় বাসিন্দা স্বপন মুখার্জি জানান,এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের গাফেলতি রয়েছে।
ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।