কখনও বাঁশির সুরে আবার কখনও রণ পা চড়ে ‘করোনা’ সচেতনতায় পঃ মেদিনীপুর জেলা পুলিশ
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ৭এপ্রিলঃ
লকডাউনের মাঝেই হঠাৎ সুরে সুরে ভরে উঠলো এলাকা। করোনায় যখন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা, আতঙ্কে সকলেই গৃহবন্দি তখন বেজে উঠলো “আমরা করব জয়”। একঘেয়েমিতে মুষড়ে পড়া মানুষগুলোর মন ভরে উঠল আশায়।
সাধারণ মানুষষের মনে আশা জাগাল পুলিশ। না, পাশ্চাত্যের কোনও দেশের পুলিশ নয়। কলকাতা বা অন্য কোনও মেট্রোপলিটন সিটিরও পুলিশ নয়। এদিনের উদ্যোগ ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।
রাস্তার মাঝে অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিল পুলিশ। হঠাৎই নিরাপদ দূরত্ব বজায় রেখে গোল হয়ে দাঁড়ায় পুলিশ। মুখে তুলে নেয় বাঁশি। সুর ওঠে “আমরা করব জয় নিশ্চয়”। সেই পরিচিত গান ‘উই শ্যাল ওভার কাম’। সেই সঙ্গে চলে হাতের তালি। দৃশ্যটা মেদিনীপুরের।
এভাবেই সচেতনতার পাশাপাশি মানুষের মনে আশা জোগাচ্ছে জেলা পুলিশ। সেই সঙ্গে হয়ে যাচ্ছে বিনোদনও। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হয় আশা ও সুর।
অন্যদিকে খড়গপুরে পুলিশের পক্ষ থেকে রণ পা – এর মাধ্যমে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়। রণ পায়ে হাঁটতে গেলে এক স্টেপের পরে অনেকটা দূরে গিয়ে পড়ে আরেক স্টেপ। এভাবেই দেওয়া হয় সোশ্যাল ডিসটেন্স- এর বার্তা। রণ পা-এ যাঁরা হাঁটছিলেন, সকলের গলায় ঝুলছিল লকডাউনে বাড়িতে থাকার ও নিরাপদ দূরত্ব বজায় রাখার বার্তা।
শুধু তাই নয় এদিন পুলিশের পক্ষ থেকে কখনো অযথা বাইরে বেরোনো মানুষদের হাতজোড় করে আবেদন করে আবার কখনো কড়া ভাবে লকডাউন মেনে চলার কথা বলা হয়। অনেকের ওপর নেওয়া হয় আইনি পদক্ষেপ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সুদিন আসার অপেক্ষায় রয়েছেন সকলেই। সেইজন্য লকডাউন মেনে চলতে হবে। তাহলেই ফিরে পাওয়া যাবে সুস্থ সমাজ। সুরের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেই সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। অযথা আতঙ্কিত হতে না বলা হয়েছে। সাধারণ মানুষের পাশে সমস্ত রকম ভাবে রয়েছে জেলা পুলিশ।
সুরের মাধ্যমে আশা জোগানোর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।