দুর্গাপুরে বন্ধ বাড়িতে আগুন, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ ডিসেম্বরঃ
অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুরের ১১নং ওয়ার্ডের অন্তর্গত মিলনপল্লী এলাকায়। ওই এলাকায় ভারতী আইচের বাড়িতে যে সময় আগুন লাগে সেই সময় বাড়িটিতে কেউ ছিলেন না। তালাবন্ধ বাড়িতে আগুন লাগার বিষয়টি প্রতিবেশীদের নজরে পরলে তাঁরা তালা ভেঙ্গে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবতঃ ধূপকাঠি থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরের মধ্যে সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবরে তখনও পর্যন্ত্য আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।