রোমানিয়া থেকে নেহাদের নিয়ে উড়ল উড়ান, ঘরে ফিরছে দুর্গাপুরের মেয়েরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ ফেব্রুয়ারীঃ
এয়ার ইন্ডিয়ার বিমানে বসেই দীর্ঘ টানা পোড়েনের পর আড়াইশো জন পড়ুয়া মাতৃভূমিতে ফেরার অন্তরের উচ্ছাস চেপে রাখতে পারেনি। রোমানিইয়ার ভারতীয় দুতাবাসের পক্ষ থেকে অবশেষে স্বস্তির নিঃস্বাস নিয়ে বসা পড়ুয়াদের নিরাপদ ভাবে ভারত সরকারের উদ্যোগে দেশে ফেরানোর বার্তা দেওয়া হয় আর তাতেই উচ্চাসে ফেটে পড়ে ভারতীয় পড়ুয়ারয়। পড়ুয়াদের পক্ষ থেকে এই সংকট ময় পরিস্থিতিতে ভারত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দুতাবাসের পক্ষে জানান হয় আরো এয়ার ইন্ডিয়ার বিমান বাকি ছাত্র ছাত্রীদের দ্রুত ফেরাতে দায়বদ্ধ। বিমানে রোমানিয়া থেকে দুর্গাপুর এর পড়ুয়ারা অবশেষে দিল্লীর বিমান ধরে দেশে ফেরার জন্য প্রুস্তুত। প্লেনে বসেই নেহা খানরা উচ্ছাস চেপে রাখতে পারেনিl বাড়ির লোকেরা স্বস্তির নিঃস্বাস ফেলেছে।