অনুপমাদেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে তানসেন অ্যাথলেটিক ক্লাব
আমার কথা, দুর্গাপুর, ১৮ আগস্ট:
ডি.জি.এইচ.সি.সি পরিচালিত অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবল প্রতিযোগীতায় আজ প্রথম সেমিফাইনাল খেলায় তানসেন অ্যাথল্যাটিক ক্লাব সাডেন ডেথে উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টারকে (৭-৬) ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। তানসেন এথল্যাটিক ক্লাবের পক্ষে অজয় সিং এবং উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টারের পক্ষে বিধান বাদ্যকর গোল করেন। গ্রুপ হাউজিং ময়দানে আয়োজিত খেলাটি পরিচালনা করেন তাপস কেশ, সুজয় গোস্বামী ও রূপাই মূর্মূ।