জামুড়িয়ায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল চারটি ট্রান্সফরমার
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ১৯জুনঃ
জামুরিয়া এলাকার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকাল ৬টা ৩০নাগাদ শ্রীপুর থ্রি স্ল্যাব তৃণমূল অফিসের কাছে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছোয় জামুড়িয়া থানার পুলিশ।
কীভাবে আগুনের সূত্রপাত হল বা আগুনের সূত্রপাত কি থেকে সেটা সঠিকভাবে জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লাগে।
এ বিষয়ে তথ্য দিতে গিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ আরিফ আলী জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে। এর ফলে চারটি ট্রান্সফরমার মারাত্মকভাবে পুড়ে ছাই হয়ে গেছে যার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এর সাথে সাথে ঐ এলাকার প্রায় দশ হাজার মানুষের বাড়ি এখন বিদ্যুৎ হীন।