দফায় দফায় লোডশেডিং, প্রতিবাদে দুর্গাপুরে অভিনব প্রতিবাদ
- আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ এপ্রিলঃ
গরমে হাসফাঁস, ঘন ঘন লোডশেডিং এর কারণে খালি গায়ে হাতে পাখা নিয়ে অভিনব আন্দোলনে সামিল দুর্গাপুরের নাগরিক সমাজ সহ স্থানীয় প্রাক্তন তৃণমূল পুরপিতা।
এই গরমে দফায় দফায় হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তিতিবিরক্ত মানুষজন এবার খালি গায়ে হাতে তালপাতার পাখা নিয়ে অভিনব আন্দোলনে নামলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্যরা। দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের ভিতর বসে পড়েন। প্রতিদিন কাজ সেরে ঘরে ফেরার পর বিদ্যুৎ না থাকায় গরমে কষ্টতে পড়তে হয় ইস্পাত কারখানার কর্মীদের, আর বিদ্যুৎ না থাকলে স্বাভাবিক ভাবেই জলও না পাওয়া যায় না। ইস্পাত নগরীর পরিষেবা ঠিকঠাক না থাকায় বাধ্য হয়ে এই আন্দোলনে তারা নেমেছেন বলে জানান স্থানীয়রা।