দলের প্রতি বিরুদ্ধারচরন, ব্লক যুব সভাপতির পদ থেকে অপসারন গণেশ বাদ্যকরকে
আমার কথা, অন্ডাল, ১০ আগস্ট:
অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদ থেকে অপসারন করা হলো গণেশ বাদ্যকর-কে । সিপিএমের সমর্থনে উপপ্রধান হওয়ায় তাকে বহিষ্কার করা হলো বলে জানান জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল ।
আজ বৃহস্পতিবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ হয় বোর্ড গঠন প্রক্রিয়া। সর্ব সম্মতিক্রমে প্রধান নির্বাচিত হন তৃণমূলের অপর্ণা বাদ্যকর। ভোটাভুটিতে জিতে উপপ্রধান হন অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গণেশ বাদ্যকর। ১৩-১০ ভোটে তিনি হারান দলের মনোনীত উপপ্রধান পদপ্রার্থী আশীষ ভট্টাচার্যকে। অভিযোগ উপপ্রধান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গণেশ বাবুর নাম প্রস্তাব করেন সিপিএমের তিনজন জয়ী পঞ্চায়েত সদস্যের একজন। সিপিএমের তিনটি ভোট গণেশ বাবুর পক্ষে পড়ে। তাদের সমর্থনেই তিনি উপ প্রধান হন বলে অভিযোগ করেন দলের মনোনীত পরাজিত প্রার্থী আশীষ ভট্টাচার্য। বিষয়টি জানার পরেই তৎপর হয় শাসক দলের নেতৃত্বে। এদিন সন্ধ্যে বেলায় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরন মন্ডলের উপস্থিতিতে যুব জেলা সভাপতি কৌশিক মন্ডল গণেশ বাদ্যকরকে যুব ব্লক সভাপতি পদ থেকে বহিষ্কারের কথা জানান। দলের নির্দেশ উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটাভুটিতে দাঁড়ানো ও সিপিএমের সমর্থনে উপপ্রধান হওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হলো বলে জানান কৌশিক বাবু। বিষয়টি নিয়ে অপসারিত গণেশ বাদ্যকরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।