উখড়াতে হান্ডে পরিবারের গোষ্ঠ উৎসব ১৮৩ বছরে পদার্পণ
আমার কথা, উখড়া, ২১ নভেম্বর:
ঐতিহ্য ও পরম্পরা মেনে সোমবার উখরা গ্রামে সাড়ম্বরে পালিত হলো গোষ্ঠ উৎসব। এদিন সন্ধ্যাবেলায় পালকিতে চরিয়ে দেবতাদের মূর্তি নিয়ে বর্ণাঢ্য নগরকীর্তন ও শোভাযাত্রা হয় । ১৮৩ বছর আগে উখড়া গ্রামে গোষ্ঠ উৎসবের সূচনা হয়। সূচনা করেছিলেন তৎকালীন গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডে। পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য বিশাল লাল সিংহ হান্ডে জানান গোষ্ঠ হচ্ছে দেবতাদের মিলন উৎসব। রীতি মেনে জমিদার বাড়ির কুলদেবতা গোপীনাথ জিউ মন্দিরের পক্ষ থেকে স্থানীয় মহন্তস্থল ও গোপাল জিও মন্দিরের দেবতাদের আমন্ত্রণ জানানো হয় এদিন। সন্ধ্যেবেলায় দেবতাদের মিলন হয় চাঁদনী বাড়ি দূর্গা মন্দিরে। তারপর পালকিতে দেবতাদের চড়িয়ে হয় বর্ণাঢ্য নগরকীর্তন ও শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যান দেবতারা। পুরো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভক্ত ও স্থানীয়রা। সূচনা কাল থেকেই উখরা গ্রামে সাড়ম্বরে গোষ্ঠ উৎসব হয়ে আসছে, এবারও দেখা গেল একই চিত্র।