জাতীয় পরিবার কল্যান প্রকল্পে ১৯৪ জন মৃতের পরিবারকে অনুদান
আমার কথা, আসানসোল, ১২ অক্টোবর:
জাতীয় পরিবার কল্যাণ প্রকল্পে ১৯৪ জন বিপিএল তালিকা ভুক্ত মৃতদের পরিবারগুলিকে ৪০ হাজার টাকার অনুদান প্রদান মেয়রের। আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জাতীয় পরিবার কল্যাণ প্রকল্পে মেয়র বিধান উপাধ্যায় বিপিএল তালিকাভূক্ত ১৯৪ জন মৃতের পরিবারের হাতে ৪০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন,জাতীয় পরিবার কল্যাণ প্রকল্পে বিপিএল তালিকাভূক্ত ১০ জন মৃতের পরিবারের হাতে ৪০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মৃত ব্যক্তিরা তাদের পরিবারে একমাত্র রোজগার বা আয় করতেন। আগামীদিনে এইরকম ১৯৪ টি পরিবারের হাতে সম পরিমান অনুদান রাশি তুলে দেওয়া হবে। অন্যদিকে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, সবসমতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভেবে চলেছেন। তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন; তা পালন করে চলেছেন। তার অনুপ্রেরণায় আসানসোল পুরনিগমও সাধারণ মানুষের জন্যে কাজ করে চলেছে। যেসব বিপিএল তালিকাভূক্ত পরিবার আবেদন করেছিল, তাদের সহায়তা হেতু ওই অর্থ তুলে দেওয়া হচ্ছে। বুধবার থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।