উখরায় লকডাউন উপেক্ষা করে ক্লাবে চলছিল গ্রুপ টিউশন, চাউড় হতেই গা ঢাকা দিলেন অভিযুক্ত গৃহশিক্ষক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭এপ্রিলঃ
লকডাউনের নির্দেশ উপেক্ষা করে এক জায়গায় পড়ুয়াদের জমায়েত করে টিউশন পড়ানোর অভিযোগ উঠল পলাশ চৌধুরী নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত উখরা ফাঁড়ির উখরা গ্রামের সৌমন্ডল পাড়া এলাকায়।
জানা গেছে, ওই এলাকায় তরুন সংঘ ক্লাবে বিগত কয়েক বছর ধরে ব্যাচ করে টিউশন পড়ান কুমারডিহির বাসিন্দা পলাশ রায় চৌধুরী নামে ওই গৃহশিক্ষক। করোনার সংক্রমণ এড়াতে যেদিন থেকে রাজ্যে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে সামাজিক দুরত্বের নিয়মের কারনে বন্ধ রয়েছে প্রাইভেট টিউশন পড়ানো। কিন্তু অভিযোগ গত মঙ্গলবার থেকে ক্লাবে ওই গৃহশিক্ষক পুনরায় টিউশন পড়ানো শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান যে, তাঁরা ওই গৃহশিক্ষককে লকডাউন চলাকালীন গতকাল টিউশন পড়াতে বারনও করেছিলেন। কিন্তু পলাশবাবু তাতে কর্ণপাত করেননি। আজ অর্থাৎ শুক্রবার সকালে ফের ব্যাচ করে টিউশন পড়াতে শুরু করেন। সামাজিক দুরত্বের নিয়ম ভেঙ্গে ১৪-১৫ জন পড়ুয়াকে পাশাপাশি বসিয়ে টিউশন পড়াচ্ছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয় কোনো পড়ুয়ায়ার মুখেই মাস্ক ছিল না। এরপর বিষয়টি এলাকাবাসীদের মাধ্যমে সংবাদমাধ্যমের কাছে পৌঁছলে সাংবাদিকরা সেখানে পৌঁছোন। তাদের দেখামাত্রই বাইকে করে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত গৃহশিক্ষক। বিষয়টি জানতে পারেন পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ। তিনি পুলিশকে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে গা ঢাকা দিয়েছিলেন ওই গৃহশিক্ষক। তবে রীতাদেবী জানান যে, লকডাউনের নিয়ম ভেঙ্গে যদি ওই গৃহশিক্ষক আবার টিউশন নিতে শুরু করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।