ফের দুর্গাপুরের ‘সৃষ্টি রেসিডেন্সি’ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাংক ম্যানেজারের মৃত্যুতে রহস্য

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুনঃ
ফের দুর্গাপুরের সৃষ্টি বহুতল আবাসন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যাক্তির নাম অরিজিৎ ব্যানার্জী(৪২)। ওই ব্যাক্তি একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বিধাননগর ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুরের সৃষ্টি নামে একটি বহুতল আবাসনের ষষ্ঠতলায় একটি ফ্ল্যাট থেকে অরিজিৎবাবুর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। বিধাননগরের শাস্ত্রী অ্যাভিন্যুতে নিজের বাবার সাথে থাকতেন অরিজিৎবাবু। ওনার স্ত্রী মাস দেড়েক ধরে তাদের দশ বছরের মেয়েকে নিয়ে বাঁকুড়ার তার বাবার বাড়িতে থাকছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, অরিজিৎবাবু বেশ কিছুদিন ধরেই দাম্পত্য সম্পর্ক নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।
এদিকে সৃষ্টি আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন অরিজিৎবাবু। আজ রবিবার দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরপর সন্ধ্যে ৭টা নাগাদ তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
প্রসঙ্গতঃ ওই সৃষ্টি রেসিডেন্সির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ৩১মে সাস্মিতা ত্রিপাঠি নামে এক গৃহবধূরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। খুব কম সময়ের ব্যবধানে একই আবাসন থেকে পরপর দুবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই আবাসনে।