অনার-কিলিংয়ের চেষ্টা, দুর্গাপুরে দিদিকে গুলি করে শ্রীঘরে ভাই
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫মেঃ
আগ্নেয়স্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ। ধৃতের নাম আরজু উপাধ্যায়।গোপন সূত্রে খবর পেয়ে ডিভিসি মোড় সংলগ্ন পরিত্যক্ত একটি জঙ্গল থেকে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশের নিউটাউনশীপ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে গত ১৩তারিখ দুপুর বেলায় নিউটাউনশীপ থানার অন্তর্গত সুভাষপল্লীতে এক মহিলাকে খুব কাছ থেকে গুলি পরপর দুটি গুলি করে পালিয়ে যায় আরজু উপাধ্যায় নামে এই দুষ্কৃতী, সম্পর্কে গুলিবিদ্ধ ঐ মহিলার ভাই হয় এই ধৃত দুষ্কৃতী।নিউটাউনশীপ থানার পুলিশ এখন ধৃত এই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে এখন তদন্তে গতি আনতে চাইছে। আরো কোনো অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশের নিউটাউনশীপ থানার পুলিশ।