“তৃণমূল সাংসদের টাকাও ফিরিয়ে এনে উন্নয়নে খরচ করেছি”, দাবি বিজেপি প্রার্থীর
আমার কথা, অন্ডাল, ১১ এপ্রিলঃ
আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিং আহলুওলিয়াকে। প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর বৃহস্পতিবার তিনি পৌঁছান নিজের কেন্দ্র আসানসোলে। এদিন বিকালে দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নেমে হুটখোলা গাড়িতে চড়ে সমর্থকদের সাথে সড়ক পথে পাড়ি দেন আসানসোল। বিমানবন্দরে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির দলীয় বিধায়ক অজয় পোদ্দার সহ কর্মী সমর্থক ও পদ্ম ফুলের নেতারা। বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে তার কাজের খতিয়ান নিয়ে প্রশ্নের উত্তরে আহলুওলিয়া জানান পাঁচ বছরে এলাকার উন্নয়নে ১৭ কোটি টাকা খরচ করেছি। ওই কেন্দ্রে আগে যিনি তৃণমূলের সাংসদ ছিলেন (মমতাজ সংঘমিতা) তিনি যে টাকা খরচ করতে পারেননি সেই টাকাও ফিরিয়ে এনে উন্নয়নের কাজে খরচ করেছি বলে দাবি করেন তিনি। বলেন দু-একদিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সাংসদ হিসেবে কি কাজ করেছি তার খতিয়ান প্রকাশ করব। উল্লেখ্য রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোলের পদ্মফুল প্রার্থীর সম্পর্কে আত্মীয় হন। সেই প্রসঙ্গে আহলুওলিয়া বলেন ব্যক্তিগত সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা বিষয়।এটিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বলেন আমি একটা দল করি, উনি অন্য একটা দল করেন। কে কোন দল করবে সেটা ব্যক্তিগত বিষয়।