জেলা পরিষদের সদস্যদের নিয়ে ইফতার পার্টি পাণ্ডবেশ্বর বিধানসভায়

আমার কথা, পান্ডবেশ্বর, ২৭ মার্চঃ
পাণ্ডবেশ্বর বিধানসভার শংকরপুরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তীর আয়োজনে বৃহস্পতিবার একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি সহ সকল সদস্যগণ। এছাড়া উপস্থিত স্যারের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, জেলা পরিষদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার গ্রামে সকল জায়গায় উন্নয়ন প্রসারিত হয়। জেলা পরিষদের সদস্যদের পদক্ষেপ কে সাধুবাদ জানাই।