রাজ্যে অবৈধ কয়লার প্রবেশাধিকার নিষেধ, বাংলা সীমান্তে(ডুবুডি) নাকা চেকিং
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৯ এপিলঃ
ভিনরাজ্য থেকে যেন কোনোভাবেই এই রাজ্যে না প্রবেশ করতে পারে অবৈধ কয়লা বোঝাই ট্রাক, আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডার ডুবুডি চেকপোস্টে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের কড়া নিরাপত্তা দেখা গেলো শুক্রবার। ভিনরাজ্য থেকে আগত কয়লা বোঝাই ট্রাককে থামিয়ে খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্র যে, ট্রাকে যে কয়লা রয়েছে তা বৈধ না অবৈধ। রাজ্যে অবৈধ কয়লা কারবারের রাশ টানতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির কড়া পদক্ষেপ দেখা গেলো যে, কোনো ভাবে ভিনরাজ্য থেকে অবৈধ কয়লা না ঢোকে এই তল্লাশীতে উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির ভারপারপ্ত আধিকারিক অলকেশ ব্যানার্জী।