অন্ডাল রেলস্টেশনে উদ্ধার বে-আইনি মদের বোতল
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪ জুলাইঃ
ফের অন্ডাল রেলস্টেশন থেকে উদ্ধার হল বেআইনি মদ। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ধৃত দুই অভিযুক্তকে আসানসোল আদালতে আজ পেশ করা হয়।
বৃহস্পতিবার সকালে অন্ডাল রেলস্টেশনের ১/২ নম্বর প্লাটফর্ম থেকে জিআরপি পুলিশ উদ্ধার করে ২৮ বোতল বিদেশি মদ (৭৫০×২৮=২১ লিটার)। গ্রেপ্তার করা হয় অমরেশ কুমার ও অরুণ বার্ণওয়াল নামে দুই পাচারকারীকে। ধৃত অমরেশ কুমার চন্দ্ররোলি(বিহার) ও অরুণ বর্নওয়াল অন্ডালের কাজোরার কে সি পাল এলাকার বাসিন্দা। বিহারে পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান জিআরপি পুলিশের। ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করে পুলিশ। চলতি মাসের ৮ই জুন অন্ডাল স্টেশনে ৩০ বোতল বিদেশী মদ আটক করেছিল জিআরপি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল দু’জন পাচারকারীকে। স্টেশন থেকে বারবার উদ্ধার হচ্ছে মদ। পাচারকারীরা সক্রিয় থাকায় স্টেশন চত্বরে কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানান অন্ডাল জিআরপি থানার ওসি সুজন ঘোষ।