গাছ কেটে মাটি ফেলে পুকুর ভরাটের চেষ্টা
আমার কথা, অন্ডাল, ৩১ জুলাই:
পাড়ের গাছ কেটে, মাটি ফেলে চলছিল পুকুর ভরাটের কাজ। অভিযোগ স্থানীয় এক জমি কারবারির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রধান।
অন্ডাল ব্লকের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের দামোদর কলোনি এলাকায় এক জমি কারবারির বিরুদ্ধে পুকুর ভরাট করার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দা সোনু যাদব বলেন এলাকায় একটি পুকুর রয়েছে যেটি স্থানীয়দের কাছে তেঁতুল পুকুর নামে পরিচিত। বেশ কিছুদিন ধরে ভরাট করার উদ্দেশ্যে পুকুর পাড়ে মেশিন লাগিয়ে মাটি ও নোংরা ফেলা হচ্ছে। বুধবারও ভরাটের কাজ চলছিল। সেই সাথে পুকুর পাড়ের দু’দিকে থাকা বেশ কিছু বড় গাছ কাটার তোড়জোর শুরু হয়ে ছিল। স্থানীয়রা রুখে দাঁড়ায়। বাধা পেয়ে বন্ধ হয়ে যাই পুকুর ভরাট ও গাছ কাটার কাজ। স্থানীয় মনু রায় নামে এক জমি কারবারি এই কাজের সাথে যুক্ত বলে সোনু যাদব অভিযোগ করেন। বিষয়টি নিয়ে জানতে চাওয়ায় অভিযুক্ত মনু বাবু জানান পুকুর ভরাট ও গাছ কাটার যে অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এই কাজের সাথে কোনো ভাবে যুক্ত নন। পুকুর পাড়ে একটি দোকান ঘর তৈরি করার জন্য মাটি সমতল করা হচ্ছিল বলে জানান তিনি। রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মন্ডল বলেন পুকুর ভরাটের কোন অভিযোগ জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।