অবৈধভাবে বালি পাচারের অভিযোগ, আটক দুটি ট্রাক্টর
আমার কথা, অন্ডাল, ২৫ ডিসেম্বর:
দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল অন্ডাল থানার পুলিশ। ট্রাক্টর দুটিকে সোমবার ভোর রাতে আটক করা হয় মদনপুরের দামোদর নদের ঘাট থেকে। পুলিশ দেখে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। চুরি করে বালি পাচার করা হচ্ছিল তাই সেগুলিকে আটক করা হয়েছে বলে
অন্ডাল থানার এক আধিকারিক জানান। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল ব্লকে আগে চারটি বৈধ বালিঘাট ছিল। মেয়াদ শেষে তিনটি বালিঘাট বন্ধ হয়ে যায়। বর্তমানে বৈধ একটি বালিঘাট রয়েছে। কিন্তু বন্ধ ঘাট গুলি থেকেও অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছে নিত্যদিন বলে অভিযোগ স্থানীয়দের, যদিও অবৈধ বালি পাচারের অভিযোগ মানতে নারাজ প্রশাসন। ব্লক ভূমি ও রাজস্ব দপ্তরের এক আধিকারিক বলেন বালিঘাট গুলির উপর নিয়মিত নজর রাখা হয় অভিযোগ পেলে ঘাট গুলিতে অভিযানও চালানো হয় বলে জানান তিনি।