দুর্গাপুরে অবৈধ দোকান উচ্ছেদ, প্রতিবাদে অবরোধ ব্যবসায়ীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ ডিসেম্বরঃ
দুর্গাপুর নগর নিগমের ১২নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই মোড় এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বুধবার বিকেলে।
ঘটনায় স্থানীয় দোকানদাররা প্রায় আধঘণ্টা এস এন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ব্যবসায়ীদের অভিযোগ আগাম কোন বিজ্ঞপ্তি ছাড়াই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের দোকান উচ্ছেদ অভিযানে নামে। পরে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স এবং সি আই এস এফ বাহিনী।
উল্লেখ্য দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছে। তারই অঙ্গ হিসেবে এদিন অবৈধভাবে তৈরি হওয়া প্রায় ১০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।