আসানসোলে এস.এস. আহলুওয়ালিয়াকে প্রার্থী করলো বিজেপি
আমার কথা, আসানসোল, ১০ এপ্রিল:
আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি দল। পদ্মফুল প্রতীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়াকে। প্রার্থী নিয়ে দলের মধ্যে দীর্ঘদিন টানাপোড়ন ছিল, অবশেষে ভূমিপুত্র আহলুওয়ালিয়াতেই সিলমোহর দিল দল।
প্রায় এক মাস আগে বিগ্রেড এ জনগর্জন সভা থেকে সবার প্রথম রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল লোকসভা কেন্দ্রে জোড়া ফুল প্রতীকে লড়ছেন বিদায় সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী জাহানারা খান। রাজ্যের অন্যান্য জায়গায় বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলেও টানাপোড়নের কারণে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এতদিন ডায়মন্ডহারবার এর পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রে। তৃণমূল সিপিএম প্রার্থীরা ইতিমধ্যে নেমে পড়েছেন প্রচারে। কিন্তু প্রার্থী না থাকায় এতদিন সেভাবে প্রচার শুরু করতে পারেনি বিজেপি। দলের পক্ষ থেকে প্রথমে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘোষণার পর তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দেন। তারপর থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রে পদ্মফুলের প্রার্থী কে হবে সেই নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। আলোচনায় ভাসছিল জিতেন্দ্রর তেওয়ারি, এস এস আহলুওয়ালিয়া, কৃষ্ণেন্দু ব্যানার্জি সহ একাধিক নাম। অবশেষে বুধবার প্রার্থী নিয়ে জট কাটল। দলের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো এস এস আহলুওয়ালিয়ার নাম। তিনি বাংলায় দু’বারের সাংসদ। ২০১৪ সালে জিতেছিলেন দার্জিলিং কেন্দ্র থেকে। ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারিয়ে তিনি দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন। দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে এবার দল আহলুওলিয়াকে প্রার্থী করেনি। পরিবর্তে তাকে প্রার্থী করা হলো আসানসোল কেন্দ্র থেকে। বিজেপির দাবি আহলুওয়ালিয়া আসানসোলের ভুমিপুত্র। শহরের জে,কে নগরে তার বেড়ে ওঠা, আসানসোলের জহরমল জালান স্কুলে ছাত্র ছিলেন তিনি। আসানসোলে তার শ্বশুর বাড়িও। ভূমিপুত্র হওয়ার কারণে তাকে আসানসোলে প্রার্থী করা হয়েছে বলে দলের একাংশের দাবি। এখন দেখার গত দু’বারের মতো এবারও তিনি জয়ের ধারা বোঝায় রাখতে পারেন কিনা।