বর্ধমানে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকান্ড
আমার কথা, পূর্ব বর্ধমান, ১০মেঃ
বর্ধমান ভাঙাকুঠি জিটি রোড এলাকায় একটি বিল্ডিং এর দুইটি ব্যাংক এর শাখায় ভয়াবহ আগুন। তিন তলা বিল্ডিং এর উপর যে সমস্ত ব্যাংক কর্মচারীরা ছিলেন তাড়াতাড়ি করে নেমে আসেন। তারপর সঙ্গে সঙ্গে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও তার পাশেই ছিল একটি পেট্রলপাম্প। বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। পুলিশ প্রশাসনের তৎপরতায় পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষনের জন্য তিন তলা ছাদের উপর এক কর্মী আটকে যায় দমকল বাহিনী বাইরে থেকে সিঁড়ি দিয়ে উঠে উদ্ধার করে সেই ব্যাংক কর্মীকে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানান খুব কম সময়ে দমকল বাহিনী খুব ভালো কাজ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, ঘটনাস্থলে হাজির ছিলেন হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ। ব্যাংকের আধিকারিকরা জানান সমস্ত কাগজপত্র কম্পিউটার পুড়ে ছাই হয়ে যায় যদিও টাকা-পয়সার খবরা-খবর এখনো সঠিক কিছু পাওয়া যায়নি। পুরোপুরি বিষয়টি পুলিশের হাতে রয়েছে। তারা খতিয়ে দেখছে আসল ঘটনাটি কিভাবে ঘটেছে।