সিটিসেন্টারে নাকা চেকিংয়ে ধরা পড়ল গাঁজা কারবারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ এপ্রিলঃ
গাঁজা সহ এক ব্যাক্তি পুলিশের জালে। দুর্গাপুরের সিটিসেন্টার ফাঁড়ির পুলিস লক্ষাধিক টাকা’র গাঁজা সহ একজন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল জেলা আদালতে পেশ করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঝন্টু ধারা। সে দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত নবওয়ারিয়ার বাসিন্দা। তার কাছ থেকে পুলিস ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গাঁজা বীরভূম থেকে মঙ্গলবার দুর্গাপুরে ঝন্টু’র কাছে পৌঁছে দেয় কোনও পাইকারি গাঁজা চক্র। ঝন্টু সাইকেলে করে গাঁজা নিয়ে আসে সিটিসেন্টার বাসস্ট্যান্ডে। সিটিসেন্টার ফাঁড়ির পুলিস সেই সময় বাসস্ট্যান্ডে নাকাচেকিং চালাচ্ছিলো। পুলিসের সন্দেহ হলে ঝন্টু’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। ওই গাঁজার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা বলে পুলিসের অনুমান।