বাবা করোনা নিয়ে দুর্গাপুরে হাসপাতালে ভর্তি, বাড়িতে আত্মঘাতী(?) বছর একুশের ছেলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬মেঃ
বাবা নিমাই কর করোনায় আক্রান্ত, চিকিৎসার জন্য ভর্তি দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালে। ৭মে থেকে ৯ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা বাবদ বিল ছাড়িয়েছে ৩ লক্ষ টাকা।কিছু টাকার ব্যবস্থা করে হাসপাতালে তা জমা করেও আসে ছেলে আকাশ কর(২১)। কিন্তু বাবার সুস্থ হতে যে আরো কতদিন লাগবে তা যেমন ছেলের জানা নেই, তেমন হাসপাতাল থেকেও কিছু নির্দিষ্ট করে বলতে পারছে না। ফলে আরো কত টাকার যে ব্যবস্থা করতে হবে তা ভেবেই রাতের ঘুম উড়ে গেছিল আকাশের।
দুর্গাপুরের টাউনশিপের আশীষ মার্কেটে একটি অটোর যন্ত্রাংশের দোকান চালান কুড়ুরিয়া ডাঙ্গালের মিলপল্লীর বাসিন্দা নিমাই কর ও তার ছেলে আকাশ। বাবা হাসপাতালে আর তাই একা বড় অংকের টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা চাপ তৈরী হচ্ছিল ছেলের। কোত্থেকে সেই টাকার ব্যবস্থাই বা করবে আকাশ তা নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলেন তিনি।
এমতবস্থায় আকাশের পরিবার সুত্রে জানা যায় যে আজ রবিবার সকাল থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়িরই পাতকুয়োয় অশোকের মৃতদেহ ভাসতে পাওয়া যায়। পরিবার সুত্রে এও জানা যায় বাবার চিকিৎসার টাকা নিয়ে বেশ মানসিক অবসাদে ভুগছিল আকাশ। তবে মৃত্যু কিভাবে হল তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। মানসিক অবসাদের কারনে আত্মঘাতী হয়েছেন অশোক নাকি অন্যমনষ্ক হয়ে কুয়োয় পড়ে মৃত্যু হল অশোক তা নিয়ে একটা সংশয় তৈরী হয়েছে প্রতিবেশি আর আকাশের পরিবারের মধ্যে।
পরে পুলিশ খবর পেয়ে মিলপল্লীর বাড়ি গিয়ে আকাশের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।