প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রার্থী, অস্বস্তিতে পদ্মফুল শিবির
আমার কথা, আসানসোল, ১৩ এপ্রিলঃ
প্রচারে বেরিয়ে নিজেদের দলীয় কর্মীদের একাংশের কাছে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া। শনিবার আসানসোলের কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার এলাকায় ঘটে ঘটনাটি। এটি নিয়ে খবর করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়। তৈরি হয় উত্তেজনা।
শনিবার কুলটির এলসি মোড় হয়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। একটি হুড গোলা চার চাকা গাড়িতে করে তিনি যখন কেন্দুয়া বাজার এলাকায় এসে পৌঁছোন তখন কুলটি বাজারের বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিসান কুরেশি সহ অন্যান্য কর্মীরা দলীয় পতাকা হাতে প্রার্থীর গাড়ির কাছে চলে আসেন আর প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রচার গাড়ির সামনে এসে গলা ফাটিয়ে চিৎকার করে বিক্ষোভ দেখাতে শুরু করলে কেন্দ্রীয় বাহীনি ও বিজেপির অন্যান্য কর্মীরা।
বিক্ষোভকারীদের সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর বিক্ষুব্ধদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের দিকে ঝান্ডা উঁচিয়ে তেড়ে আসেন বিজেপি কর্মীরা। পরে সাংবাদিকরা একসাথে প্রতিহত করেন। কিন্তু পথে কেন্দুয়া বাজারে দেখা যায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাকে ঘিরে পতাকা নিয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারী জিসান কুরেশির অভিযোগ, “আমি পুরসভার প্রার্থী হয়েছিলাম। আমি সক্রিয়ভাবে বিজেপি করি। আমি সংখ্যালঘু সেলের নেতাও। অথচ আমাদের বাস দিয়ে এই প্রচার চলছে।।“ কেন তাঁকে ডাকা হয়নি জিজ্ঞেস করা হলে জিসান কুরেশি জানান, “কুলটির বিধায়ক গরু পাচারের সাথে যুক্ত। প্রার্থী কুলটির বিধায়ককে সাথে নিয়ে ঘুরছে। তিনি প্রচারের দায়িত্বে রয়েছেন। আমি এ নিয়ে প্রতিবাদ করাতে আমাকে বাদ দেওয়া হয়েছে”।
যার বিরুদ্ধে এই অভিযোগ সেই কুলটির বিধায়ক অজয় পোদ্দার বলেন, “যারা নিজেরা গরু খায় তাঁরা আবার গরু পাচার নিয়ে কথা বলছে। এদের পেছনে বড় মাথা আছে। যাদের স্বার্থে আঘাত লাগছে তারাই এদের দিয়ে ভোটের আগে মিডিয়াকে সামনে রেখে এই ধরনের কাজকর্ম করাচ্ছে।”