করোনা আতঙ্কের মধ্যে উখরায় আম্বেদকরের মূর্তি ভাঙ্গার অভিযোগ
একদিকে যখন করোনার আতঙ্কে ভুগছেন পশ্চিম বর্ধমানের খনি অঞ্চলের বাসিন্দারা তখন অপরদিকে এই আতঙ্কের মধ্যেই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারী এলাকায়। সংবিধান রচয়িতা ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি ভাঙ্গার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়।
স্থানীয় সুত্রে খবর, শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকা থেকে সরপি যাওয়ার রাস্তার বামদিকে রয়েছে বি আর আম্বেদকরের একটি সিমেন্টের মূর্তি রয়েছে যা ত্রিশ বছর আগে ওই জায়গায় প্রতিস্থাপন করা হয়েছিল আর সেই প্রতিকৃতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আম্বেদকর সমিতি নামে একটি সংস্থার উপরে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, ওই মূর্তির ডান হাত কাঁধের কাছ থেকে ভাঙ্গা রয়েছে। খবর দেওয়া হয় পুলিসে। উখরা ফাঁড়ির পুলিশ গিয়ে বিষয়টি দেখে আসে।
সংস্থার পক্ষ থেকে লছিরাম হরিজন বলেন যে, “কি করে মূর্তিটি ভাঙল সে বিষয়ে রহস্য রয়েছে। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। মূর্তিটি দু এক দিনের মধ্যেই সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।”