দুর্গাপুরে বিগ বাজেটের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে
আমার কথা, দুর্গাপুর, ১২ অক্টোবর:
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে নিজের বাড়িতে বসেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের দুর্গাপুজোর সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভার্চুয়াল সভার মাধ্যমে এদিন রাজ্যের বিভিন্ন জেলার পুজো মন্ডপের শুভ সূচনা করেন তিনি।
সেইমতো পশ্চিম বর্ধমান জেলার ৩০ টি ক্লাবের পুজোর সূচনা করেন মুখমন্ত্রী। এর মধ্যে দুর্গাপুরে তিনটি সার্বজনীন পুজোর উদ্বোধন হয় এদিন। সেগুলি হল চতুরঙ্গর পুজো, ডুমুরতলার পুজো ও ফুলঝোড়ের পুজো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, ডিসিপি(পূর্ব) কুমার গৌতম, এসিপি(দুর্গাপুর) তথাগত পান্ডে, আসানসোল দুর্গাপুর উন্নয়ণ সংস্থার ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ আরো অনেকে।