দুর্গাপুর মহকুমা প্রশাসন ও তথ্য সংষ্কৃতি দপ্তরের যৌথ প্রয়াসে স্বাধীনতা দিবস উদযাপন

আমার কথা, দুর্গাপুর, ১৫ আগস্ট:
সারা দেশে মহা ধুমধামের সাথে পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। এই দিনে বৃটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ। তাই এই দিনটিতে ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন। ব্যাতিক্রম নয় শহর দুর্গাপুরের মানুষজনও। এদিন সকাল থেকে শহরের নানা প্রান্তে ছোট বড় সকলে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে মহকুমাশাসকের দপ্তরের সামনে স্বাধীনতা দিবস পালন করা হয়। দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীত গাওয়া হয়, পরে নাচ, গান দিয়ে বাকি অনুষ্ঠান সাজানো হয়।