আইনশৃঙখলা বজায় রাখতে পূর্ব বর্ধমান প্রসাসনের উদ্যোগ
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৬ এপ্রিলঃ
বর্ধমান শহরে প্রথম দেখা গেল বর্ধমান কার্জন গেট থেকে শুরু করে রাজবাটি পর্যন্ত শ’খানেক মাইক লাগানো। পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে এই প্রথম দেখা গেল প্রশাসনকে এত কড়াভাবে পদক্ষেপ নিতে। সাধারন মানুষজন মাইক লাগানো মানে এটাই মনে করেন যে, কোন রাজনৈতিক দলের জনসভা। তবে এটা কোন জনসভা নয় এটা হল বর্ধমান শহরের ফুটপাতে বসা ব্যবসাদারদের সচেতন করা এবং প্রশাসনের নিয়মকে যাতে মর্যাদা দেওয়া হয়, সাথে প্রশাসন যা যা নিয়ম মানার কথা বলে সেই৷ সব নিয়ম মেনে চলা হচ্ছে কি না যথাযথভাবে সেই কারনেই এই উদ্যোগ নেওয়া হল। প্রশাসনের পক্ষ থেকে যদিও এই উদ্যোগ কতটা সফল হবে সেই নিয়ে তাকিয়ে রয়েছে। বর্ধমানবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বেশ কিছু বর্ধমান শহরের ব্যবসাদার এবং পথচলতি মানুষও।