ডিএসপি মেন হাসপাতালে নবনির্মিত কাঁচের দরজা ভেঙ্গে জখম রোগী
আমার কথা, দুর্গাপুর, ২২ জুলাই:
হাসপাতালে রোগের থেকে মুক্তি পেতে এসে উলটে আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মী। হাসপাতালে নবনির্মিত কাঁচের দরজা ভেঙ্গে জখম হন ওই ব্যাক্তি৷ ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি।
দুর্গাপুর টাউনশিপের বি-জোনের ১/১২ নাগার্জুন রোডের বাসিন্দা ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মী দুর্গাপদ সিংহ(৭৫) সোমবার সকালে কারখানার মেন হাসপাতালে যান সুগারের চিকিৎসার জন্য। যখন মূল প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকছিলেন তখন আচমকাই স্লাইডিং দরজাটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে দুর্গাপদবাবুর উপর। কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক জখম হন তিনি। হাতে, পায়ে ও কোমরে চোট পান তিনি। সাথে সাথে আপৎকালীন বিভাগে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়।
এদিকে বিষয়টি চাউড় হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে কারখানার শ্রমিক সংগঠনগুলির মধ্যে। হাসপাতালে ছুটে আসেন শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বরা। তারা দোষীদের শাস্তির দাবি জানান।
প্রসংগত: বেশ কিছুদিন যাবত দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালকে ঢেলে সাজানো হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে। যার মধ্যে মূল প্রবেশ দ্বারে একটি কাঁচের অটোমেটিক স্লাইডিং দরজাও রয়েছে। সেই দরজাটিই আজ ভেঙ্গে পড়ে যায়। স্বভাবতই এই ঘটনায় কাজের মানের পাশাপাশি রোগীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠন গুলি।