ঐশী ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীর, থানায় অভিযোগ দায়ের
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালিয়ের এস এফ আই নেত্রী তথা দুর্গাপুরের বাসিন্দা ঐশী ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মী সুজিত কুন্ডু(৫০)র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল এস এফ আইয়ের পক্ষ থেকে। অপরদিকে ওই অভিযোগের প্রতিবাদে আজ বুধবার ইস্পাত নগরীতে ওই ব্যাক্তির ছবি সহ তার কুরুচিকর পোস্টটি পোস্টারের আকারে ছাপিয়ে অভিযুক্তের পাড়ার দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়।
দুর্গাপুরের বাসিন্দা তথা দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এস এফ আই নেত্রী ঐশী ঘোষের উপর আক্রমনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল সারা দেশ জুরে। সেই ঐশী ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন সুজিত কুন্ডু নামে ওই ব্যাক্তি। বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুর থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এস এফ আই এর পক্ষ থেকে। এদিকে এস এফ আই এর পক্ষ থেকে এ জোনের রানা প্রতাপ রোডে, যেখানে অভিযুক্ত বসবাস করেন সেখানকার পাড়ার দেওয়ালে এস এফ আই এর দুর্গাপুর পূর্ব শাখার কর্মীরা ওই কুরুচিকর মন্তব্যের পোস্টটি পোস্টার আকারে ছাপিয়ে সাথে অভিযুক্তের ছবি দিয়ে সাঁটিয়ে দেয়। পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন যে, “এই ধরনের মানসিকতার মানুষরা করোনা ভাইরাসের থেকেও ভয়ানক।”
প্রসঙ্গতঃ অভিযুক্ত সুজিত কুন্ডু দুর্গাপুর ইস্পাত কারখানার র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP) বিভাগে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে স্বেচ্ছায় অবসর নেন ওই ব্যাক্তি। বিধাননগরে পৈতৃক বাড়ি থাকলেও রানাপ্রতাপে ডিএসপির কোয়ার্টারে বর্তমানে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও একটি কন্যা সন্তান নিয়ে বসবাস করেন তিনি। পুলিশ সুত্রে খবর, এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চলছে।