ফরিদপুর ব্লকে ভোট বয়কটের ডাক যমুনা গ্রামবাসীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ এপ্রিলঃ
সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। হাতে গোনা আর কয়েকটি দিন বাকী। জোর কদমে চলছে ভোট প্রচার। এরই মধ্যে ভোট বয়কটের ডাক দিলেন ফরিপুর ব্লকের যমুনা গ্রামের বাসিন্দারা। তাঁরা মূলতঃ নিয়মিত পানীয়জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। এলাকার মহিলরা প্লাকার্ড হাতে খালি বালতি কলসি হাতে এলাকায় মিছিল করে। তাঁরা আসানসোল লোকসভার উপনির্বাচনের ভোট বয়কটের ডাক দিলেন।
ওই এলাকায় প্রায় সাড়ে ৭০০ ভোটার ভোট বয়কট সামিল হয়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন আসলেই জল পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ।
এলাকায় আজ ছিলো তৃণমূলের পথসভা। বিক্ষোভকারীরা পথসভা করতে বাঁধা দেয়। পথসভার জন্য মঞ্চ তৈরি ও মাইক বাঁধতে বাঁধা দেয় বিক্ষোভকাীরা বলে।
পরে ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের আশ্বাসে বিক্ষোভ দেখানো বন্ধ করেন গ্রামবাসীরা।