কয়লা সিন্ডিকেট নিয়ে বোমা ফাটালেন জিতেন তিওয়ারী, প্রকাশ করলেন তিনটি নাম
আমার কথা, আসানসোল, ১০ নভেম্বর:
যাদের মদতে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে কয়লা সিন্ডিকেট শুরু হয়েছে তাদের নাম প্রকাশ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জেলাজুড়ে চাঞ্চল।
বেশ কয়েক মাস আগে জল্পনা ছড়িয়েছিল পশ্চিম বর্ধমান জেলায় ফের শুরু হবে অবৈধ কয়লা পাচারের কারবার। সেজন্য চলছে নতুন করে সিন্ডিকেট তৈরির প্রক্রিয়া। ঠিক দূর্গা পূজার আগে রীতিমতো হইচই করে নতুন সিন্ডিকেটের হাত ধরে জেলাতে শুরু হয়েছে অবৈধ কয়লা পাচারের কাজ। বিষয়টি আর গোপন নেই। নয়া সিন্ডিকেট নিয়ে ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রানীগঞ্জে এসে কয়লা সিন্ডিকেট নিয়ে খোলসা করেন। জানান সালানপুরের জনৈক কান্তা শর্মা নামে এক ব্যক্তি এই সিন্ডিকেটের মাথা। উপরে রয়েছে পুলিশের এক বড় কর্তা। আকার ইঙ্গিতে এ কথা বললেও তিনি ওই পুলিশকর্তার নাম বলেননি। গতকাল বুধবার জেলা বিজেপির পক্ষ থেকে আসানসোলে কয়লা সিন্ডিকেট নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতারা জানান কয়লার অবৈধ কারবার নিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে দল। পাশাপাশি ইসিএলের সিএমডি অফিসে বিষয়টি নিয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনের ২৪ ঘন্টার মধ্যে ফের কয়লা সিন্ডিকেট নিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বৃহস্পতিবার তিনি সমাজ মাধ্যমে ইডি, কোল ইন্ডিয়া ও সিবিআই কে ট্যাগ করে একটি পোস্ট করেন। সেই পোস্টে সিন্ডিকেটের মাথা কান্তা শর্মা, ও সহযোগী হিসাবে ইসিএলের সিএমডি শ্রী পান্ডা এবং ইসিএলের আউটসোর্সিং কয়লা কোম্পানির কর্ণধার বাপি দে এর নাম উল্লেখ করেন।
এই নাম প্রকাশ হতেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ভি. শিবদাসন দাশু বিজেপি নেতাদের দাবিকে কটাক্ষ করে বলেন কয়লা মন্ত্রক হচ্ছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। আর কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ এর, আর সেটাও কেন্দ্রের। এটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের বিষয় নয়।