কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ট্যাবের টাকা গায়েব, মিললো অন্য অ্যাকাউন্টে
আমার কথা, কাঁকসা, ১২ নভেম্বরঃ
কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় ট্যাবের টাকা অন্য একাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য চড়ালো এলাকায়। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন বিদ্যালয়ে ৩০৭ জন ছাত্রী রয়েছে। যার মধ্যে ২৯৯ জন ছাত্রীর একাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে। বাকি আট জন ছাত্রীর একাউন্টের বদলে অন্য একাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে তার দাবি। এই বিষয়ে তিনি স্কুল শিক্ষা দপ্তর সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের এই বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে, অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও, আই এফ এস সি ভিন্ন থাকায় অন্যের অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যায়। তার প্রশ্ন অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি কোড ভুল হলে অন্যের একাউন্টে টাকা কিভাবে চলে যায়। এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।এমনকি ব্যাংকেও বিষয়টি জানিয়েছেন। প্রশাসনের তরফ থেকে তাকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।