করোনা রোগীর মৃতদেহ সৎকারে স্থানীয়দের বাধার মুখে কাঁকসার ব্লক আধিকারিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬মেঃ
কাঁকসার রেল পার শ্মশানে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো কাঁকসা ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক কে ও কাঁকসা থানার পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় মৃতদেহ সৎকার করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এলাকায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসার যুগ্ম ব্লক আধিকারিক কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন।
পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে হয় প্রশাসনকে। পরিস্থিতি যাতে জটিল হয়ে না ওঠে তাই বাধ্য হয়েই তাঁরা মৃতদেহ বীরভারনপুর স্মশানে নিয়ে চলে যান।