খাতড়ায় মন্দির পরিষ্কার করে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন লকেট
আমার কথা, (দেবনাথ মোদক) বাঁকুড়া, ১৯ জানুয়ারি:
“আমরা স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রচেষ্টায় অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে” বললেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি খাতড়ার করালি মোড় সংলগ্ন রুক্মিনীতলা কালী মন্দিরে পূজো দিয়ে করালি মোড় এলাকার কালী মন্দির পৌঁছোন এবং হনুমান মন্দিরে ঝাঁড় দিয়ে ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচীতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এরাজ্যে তৃণমূলের সংহতি মিছিল নিয়ে প্রশ্ন করা হলে লকেট বলেন, ‘লজ্জার কথা, রাম জ্বরে কাঁপছে সারা দেশ। ১৪০,কোটি মানুষ যখন রামলালার অপেক্ষায়, ঠিক তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই দিনই সংহতি মিছিল করতে হবে! হিন্দু বিরোধী তুষ্টিকরণের রাজনীতি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাম কারো একার নয়, রাম প্রত্যেকের। রামের পূজো ঘরে ঘরে হয়। রাম নামের মধ্য দিয়েই প্রত্যেককে যেতে হয়। ‘ভয় পেয়েই’ এসব প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এদিন লকেট চট্টোপাধ্যায় ঝাঁটা হাতে নিজে খাতড়া রুক্মিনী তলা কালী মন্দির পরিস্কার করেন। পরে ওই মন্দির পরিস্কারের কাজেও হাত লাগান তিনি। এদিনের এই কর্মসূচীতে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।