ফিরে দেখা দুর্গাপুরের সাহিত্য
আমার কথা, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর:
সংবাদদাতা প্রণয় রায়
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ফোরাম প্রেক্ষাগৃহে দুর্গাপুরে অতীত ও বর্তমান সাহিত্য নিয়ে গবেষণামূলক গ্রন্থ “দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা” প্রকাশিত হলো।এই গ্রন্থে গত ষাট দশক থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই শিল্পাঞ্চলের সাহিত্য নিয়ে মূল্যবান তথ্যমূলক লেখা লেখেন দুর্গাপুরের বিভিন্ন সাহিত্যিকরা। স্বপ্নের করিডোর পত্রিকার পক্ষ থেকে এই মূল্যবান গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন আরতি কুমার বসু, রনজিৎ গুহ, বিমান চট্টোপাধ্যায়, মোহিত গঙ্গোপাধ্যায় ,কৃষ্ণ দেব, গিরীন্দ্রনাথ চাকী,সুকমল ঘোষ, এবং আরো দুর্গাপুরের স্বনাম ধন্য শিল্পী সাহিত্যিকরা ।তাঁদের সাথে ছিলেন নতুন সাহিত্যিকরা।
এই গ্রন্থটিতে দুর্গাপুরের আদি সাহিত্যর ইতিহাস থেকে শুরু করে বর্তমান শিল্প সাহিত্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। মারা গেছেন অনেক কবি ও সাহিত্যিক।তাদের জায়গা নিয়েছে
নতুনরা। এই অনুষ্ঠানে এই গ্রন্থটির উদ্বোধন করে বিভিন্ন বক্তা মোবাইল হীন সমাজের চিত্র থেকে মোবাইল- যুগের শিক্ষা সংস্কৃতি নিয়ে আলোচনা করলেন। কতো অজানা তথ্য জানালেন ।
এই গবেষণামূলক গ্রন্থটির সম্পাদক জয়ন্ত দত্ত জানালেন এই গ্রন্থটিতে দুর্গাপুরের প্রাচীন ও বর্তমান সাহিত্য ও সাহিত্যিকদের বিভিন্ন লেখা নিয়ে এমন সব তথ্য সন্নিবেশ করা করা হয়েছে যাতে সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম। জয়ন্তের এই গ্রন্থে নীরবতার গভীর থেকে জেগে উঠবে হারিয়ে যাওয়া কথাগুলো। তিনি বলেন কারখানভিত্তিক এই শিল্পাঞ্চলের সেই কোয়ার্টার, সেই সব গাছ, জীবন যৌবন, যাত্রা, নাটক, পড়তে পড়তে পাঠকরা পেয়ে যাবেন সেই সব দিনগুলো । নতুন ভোরের আলোয় ঢুকে যাবে অতীত । অতীত যে বর্তমানের ভেতর দিয়ে প্রবাহিত হয়।
শ্রী দত্ত আরো বলেন তার মতে এই গ্রন্থটি দুর্গাপুরের সাহিত্যজগতে সাহিত্যের প্রামাণ্য দলিল হিসেবে পরিগণিত হবে ।