পান্ডবেশ্বরে বালির লরি আটকে দিয়ে বিক্ষোভ স্থানীয়দের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩০ মার্চঃ
বুধবার পাণ্ডবেশ্বর ব্লকের কুমারডিহি গ্রামের লালবাংলা এলাকায় বালি বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। ভোর পাঁচটা থেকে বেলা আটটা পর্যন্ত চলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য মুখোপাধ্যায়, সুজিত রায়চৌধুরী-রা জানান পাণ্ডবেশ্বর এর অজয় নদী থেকে বালি তুলে লরিতে করে তা সরবরাহ করা হয় ইসিএলের বিভিন্ন খনিতে। সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় জোয়ালভাঙ্গা কুমারডিহি রাস্তা। লরিতে ওভারলোডিং ও আচ্ছাদন না থাকার ফলে রাস্তার উপর পড়ে থাকে বালি। জমা বালি কারণে রাস্তায় বিপদের সম্মুখীন হতে হয় সাইকেল ও বাইক আরোহীদের। পিছলে পড়ে দুর্ঘটনা ঘটে প্রায়ই। এছাড়াও চলন্ত গাড়ি থেকে বালির উড়ে অনেক সময়ই আরোহীদের চোখেও লাগে। বিষয়টি লরির মালিক দের জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। বুধবার সেই কারণে লরি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে লরির মালিক ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। রাস্তায় জমা বালি সরানোর প্রতিশ্রুতি দিলে উঠে যায় বিক্ষোভ।