পান্ডবেশ্বরে খোট্টাডিহি কোলিয়ারীতে পরিবহন বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫সেপ্টেম্বরঃ
ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত খোট্টাডিহি খোলামুখ খনির পরিবহন ব্যবস্থা বন্ধ করে তৃণমূল দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্ধাদের একাংশ। তাদের অভিযোগ যে পাণ্ডবেশ্বর ডিভিসি থেকে কেন্দ্রা গ্রাম যাওয়ার রাস্তার বেহাল অবস্থা,এই রাস্তা দিয়ে ইসিএলের বিভিন্ন কোলিয়ারির কয়লা পরিবহন করা হয়। কয়লা বোঝাই লরি যাতায়াত করার ফলে রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। বারংবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েো কোনো কাজ হয়নি, এ ছাড়াও শ্যামলা গ্রাম থেকে রামনগর ৩ নম্বর এলাকা পর্যন্ত বিদ্যুত পরিষেবা বেহাল। বারংবার কর্তৃপক্ষের কাছে সুরাহার দাবি জানিয়ে তা না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। এই আন্দোলনে সামিল হয়ে স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান খনি কর্তৃপক্ষকে নিষ্কর্মা বলে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে বারবার ইসিএলকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আর আশ্বাস নয়, কাজ যতক্ষণ না শুরু হবে লাগাতার এই আন্দোলন চলবে।