এমডিও প্রকল্পে কাজে নিয়োগের দাবিতে বিধায়কের ঘরের বাইরে স্থানীয়দের বিক্ষোভ
আমার কথা, অন্ডাল, ৮ এপ্রিল:
ইসিএল এর কুনস্তরিয়া এরিয়ার পড়াশিয়া এমডিও প্রকল্পে কাজে নিয়োগের দাবিতে সোমবার বিধায়কের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ। পরে বিধায়কের আশ্বাসে ওঠে বিক্ষোভ।
সম্প্রতি এমডিও প্রকল্পে নতুন কয়লা খনির কাজ শুরু হয়েছে ইসিএল এর কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়াতে । খনি তৈরির প্রাথমিক কাজে স্থানীয়দের না নিয়ে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ । সোমবার কুলডাঙ্গা এলাকার বেশ কিছু বাসিন্দা বিষয়টি নিয়ে কথা বলতে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এর সাথে দেখা করতে আসেন । বহুলাতে বিধায়কের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান । স্থানীয়দের নিয়োগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের । সে সময় বিধায়ক বাড়িতেই ছিলেন । তিনি বিক্ষোভকারীদের সাথে দেখা করেন । বিক্ষোভ কারীদের পক্ষে কল্যাণ ঘোষ, যুগল যাদব, তরুণ ঘোষরা জানান প্রকল্পের কাজে অন্যান্য এলাকার মত কুলডাঙ্গা এলাকার অনেকেই জমি দিয়েছে । আশা ছিল জমি দেওয়ার বিনিময়ে প্রকল্পের কাজে স্থানীয়দের নিয়োগ করা হবে । কিন্তু এলাকার মানুষদের বঞ্চিত করে বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে প্রকল্পে । প্রকল্পে এলাকার মানুষকে নিয়োগের দাবিতেই বিক্ষোভ বলে জানান তারা । বিধায়ক হরেরাম সিং বলেন প্রকল্পের জন্য যে সকল এলাকার জমি অধিগ্রহণ করেছে সংস্থা সেসব এলাকার স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । সবাই যাতে কাজের সমান সুযোগ পান সেই ব্যাপারে তিনি পদক্ষেপ করবেন বলে জানান । বিধায়কের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানান বিক্ষোভকারীরা ।