আসানসোলে উদ্ধার খাঁচাবন্দী প্রচুর টিয়াশাবক, মারা গেল আধিকাংশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩০জুনঃ
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ডাউন শিপ্রা এক্সপ্রেস থেকে দুশোরও বেশি খাঁচা বন্দি টিয়া শাবক উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানা গেছে।
ধৃতদের কাছে জানা যায় এলাহাবাদ থেকে টিয়া শাবক গুলিকে বিক্রির উদ্দেশ্যে বর্ধমানে নিয়ে যাচ্ছিল তারা। প্রতিটি টিয়া ১০০ টাকায় কিনে ২০০ টাকা করে বিক্রি করার কথা ছিল। মাঝেমধ্যেই তারা এইভাবে এলাহাবাদ থেকে টিয়া নিয়ে এসে বিক্রি করতো বলে জানা গেছে।
তিনটে খাঁচা ও একাধিক থলিতে এই টিয়াগুলিকে আনা হচ্ছিল। ট্রেনের অন্যান্য যাত্রীরা যাতে পাখিদের আওয়াজ না পায় তার জন্য প্রত্যেকটি পাখির মুখে ক্যাপ পরানো ছিল।
পাখিগুলি উদ্ধার করার পর খবর দেওয়া হয় বনদপ্তরে । বনদপ্তর এর কর্মীরা এসে পাখিগুলিকে নিয়ে যায়
বনদপ্তর এর গৌরান্ডি শাখার বিট অফিসার সুমন্ত দাস বলেন খাঁচা ও থলির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে টিয়া
শাবক গুলিকে নিয়ে আসার কারণে অধিকাংশই শাবক অসুস্থ এবং অনেক শাবক মারা গেছে। বেঁচে থাকা শাবক গুলিকে সুস্থ করে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।