আসানসোলে কারখানায় আচমকা পুলিশী হানায় উদ্ধার প্রচুর অবৈধ কয়লা, গ্রেফতার ৮
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৭জুনঃ
লছমনপুরে এক বেসরকারি কারখানায় আচমকা হানা আসানসোল দুর্গাপুর পুলিস। ২১৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৮জন।
জাতীয় সড়কের ঠিক পাশেই কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর অঞ্চলে অবস্থিত একটি বেসরকারী কারখানায় শুক্রবারে পুলিশের দলবল নিয়ে আচমকা হানা দিলো ডেপুটি কমিশনারের অফ পুলিশ(পশ্চিম) অভিষেক মোদি। কারখানার ভিতর থেকে প্রায় ২১৫ টন অবৈধ কয়লা এবং হার্ড কোক বাজেয়াপ্ত করেন তিনি।তার পাশাপাশি ঘটনাস্থল থেকেই ৮জনকে গ্রেপ্তারও করেন।জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। বলে পুলিশ সূত্রের খবর ।