দুর্গাপুরে “মহব্বত কি দুকান”, যুব কংগ্রেসের অভিনব উদ্যোগ
আমার কথা, দুর্গাপুর, ৩০ জুলাই:
বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী। বিশেষত: সবজির দাম আকাশছোঁয়া। ফলে সাধারন মানুষের নাভিশ্বাস উঠছে এই সবজি কিনতে। এর প্রতিবাদে আজ যুব কংগ্রেসের উদ্যোগে এক অভিনব পদক্ষেপ নেওয়া হয় দুর্গাপুরে। এ-জোনের আশীষ মার্কেটে স্টল করে অত্যন্ত কম দামে সবজি বিক্রি করা হয় সাধারন মানুষের মধ্যে। জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদক্ষেপ “মহব্বত কি দুকান” নামে এই স্টলে বহু মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে সবজি কিনতে দেখা যায়। যুব কংগ্রেসের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানান মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা এই মহব্বত কি দুকান থেকে সবজি কেনেন।
কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপরিহার্য পণ্য আইন তুলে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছেন চাষীরা। এই আইন তুলে দেওয়ার জন্য দেশের বড় বড় ব্যবসায়ীরা চাষীদের থেকে খুব কম দামে সবজি কিনে নিয়ে হিমঘরে রেখে কৃত্রিম অভাব তৈরী করছে বাজারে। ফলে এত দাম বাড়ছে সব কিছুর৷ পাশাপাশি এই রাজ্যে টাস্ক ফোর্স থাকলেও বাজারে তাদের দেখা মেলে না। সব মিলিয়ে চাষী আর সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে সব থেকে বেশি। তাই এর প্রতিবাদে সাথে সাধারন মানুষের স্বার্থে রাহুল গান্ধীর প্রেরণায় মহব্বত কি দুকান খুলে আমরা কম দামে সবজি বিক্রির ব্যবস্থা করেছি আর এতে সাধারন মানুষের ভাল সাড়া মিলেছে”